dkdmb.edu.bd

দক্ষিণ কোড়ালিয়া দাখিল মাদ্রাসা

ভোলা, সদর ভোলা।

EIIN NO:101180

স্থাপিতঃ  ১৯৮৪ইং
নাম করণঃ কোড়ালিয়া মৌজার নাম অনুসারে অত্র প্রতিষ্ঠানের নামকরণ করা হয়,
দক্ষিণ কোড়ালিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা।
প্রথমবার রেজিষ্ট্রীঃ
প্রতিষ্ঠাতাঃ জনাব, মরহুম আলহাজ¦ সুলতান আহাম্মদ বিশ^াস, জমির পরিমান ২০ শতাংশ।
জমি দাতাঃ জনাব, মরহুম তোফাজ্জল হোসেন (হোসনা হাজী), জমির পরিমান ২০ শতাংশ।
মোট ৪০ শতাংশ জমি রেজিষ্ট্রী তারিখঃ ১৯—০৯—১৯৮৫ইং।
গ্রামঃ কোড়ালিয়া, ডাকঘরঃ খায়ের হাট, ইউনিয়নঃ দক্ষিণ দিঘলদী, উপজেলাঃ ভোলা সদর, জেলাঃ ভোলা।
প্রতিষ্ঠানের প্রথম অবস্থানঃ কোড়ালিয়া হালিম মুন্সি জামে মসজিদ সংলগ্ন মাদ্রাসা প্রতিষ্ঠাতার নিজ জমিনে।
প্রধান উদ্যোক্তাঃ— জনাব, মাওলানা মোহাম্মদ হারুন, যার অদম্য আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করেন এবং তিনি পরবতীর্তে ০৫—০২—১৯৯৬ইং সালে অত্র প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট হিসাবে দায়িত্ব ভার গ্রহন করেন। অদ্যাবধি দক্ষতা, অভিজ্ঞতা ও সুনামের সাথে কর্মরত আছেন।
পৃষ্ঠপোষকতায়ঃ—এলাকার ধর্মপ্রাণ বিশিষ্ট ব্যক্তি, সমাজ সেবক ও জনপ্রতিনিধিগণ।
ইবতেদায়ী স্তরে
এবতেদায়ী প্রধান পদে ছিলেনঃ— জনাব, মরহুম আলহাজ¦ মৌলভী মোঃ হাবিবুর রহমান, পক্ষিয়া, বোরহান উদ্দিন, ভোলা।
ইবতেদায়ী মঞ্জুরীঃ—০১—০১—১৯৮৫ইং
সরকারী অনুদান প্রাপ্তিঃ — ০১—০১—১৯৮৫ইং

প্রতিষ্ঠার বছর: স্থাপিত ঃ ১৯৮৪ইং

ঠিকানাঃ ভোলা সদর, ভোলা ।