dkdmb.edu.bd

দক্ষিণ কোড়ালিয়া দাখিল মাদ্রাসা

ভোলা, সদর ভোলা।

EIIN NO:101180

আলহামদুলিল্লাহ, শিক্ষা মানুষের মৌলিক অধিকার, তথা ধর্মীয় শিক্ষা। এই শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের দ্বীপ জেলা ভোলা সদর উপজেলাধীন ১৩ নং দক্ষিণ দিঘলদী ইউনিয়ন ০৮ নং ওয়ার্ডের অর্ন্তগত কোড়ালিয়া গ্রামে তেতুলিয়া নদীর কোল ঘেষে অবস্থিত ঐতিহ্যবাহি দক্ষিণ কোড়ালিয়া দাখিল মাদ্রাসাটি ১৯৮৪ ইং সালে এলাকার ধর্মপ্রাণ, বিশিষ্ট ব্যক্তি, সমাজ সেবক, জন প্রতিনিধিদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়ে অদ্যবধি মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে সদর উপজেলার মধ্যে অন্যতম দ্বীনি মাদ্রাসা হিসেবে খ্যাতি অর্জন করেছে।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয় এর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় মাদ্রাসা বোর্ড ঢাকা। সকল নিয়ম কানুন অনুকরনীয় সু-প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এটি বর্তমান কারিকুলাম শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।
অত্র মাদ্রাসাটি নিজস্ব ওয়েবসাইট স্থাপনের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ইন্টারনেট ব্যবহার কারীগণ সহজে মাদ্রাসার প্রয়োজনীয় তথ্য সমূহ জানতে পারবে। আশা করছি ভবিষ্যতে শিক্ষক, শিক্ষার্থীদের ডাটাবেইজ তৈরি করে সংরক্ষন করা যাবে।
সহকর্মী, শিক্ষার্থী অভিভাবক ও সুধীমহল সকলকে মাদ্রাসার ওয়েবসাইট থেকে সেবা গ্রহনের জন্য আমন্ত্রন জানাচ্ছি, মাদ্রাসাটি প্রতিষ্ঠালগ্ন থেকে যাদের অবদান রয়েছে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বর্তমান কর্মরত শিক্ষক, কর্মচারীগনকে অভিনন্দন, একই সাথে মাদ্রাসা ও ওয়েবসাইট সুষ্ঠভাবে পরিচালনায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
পরিশেষে মাদ্রাসাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
আল্লাহ্ হাফেজ।

নামঃ মোহাম্মদ হারুন

পদবীঃ সপারিনটেনডেন্ট

বিদ্যালয়ের নামঃ দক্ষিণ কোড়ালিয়া দাখিল মাদরাসা

যোগদান তারিখঃ ০১ জানুয়ারি ১৯৮৬ ইং